-
Notifications
You must be signed in to change notification settings - Fork 3
config:task
SEO-Workplace এ টাস্ক জমা দেওয়ার নিয়মাবলি ধাপে ধাপে উল্লেখিতঃ-
1️⃣ প্রথমে এখানে ক্লিক করে Google Docs এ যাই।
2️⃣ এরপর (+) চিহ্ণে ক্লিক করে একটি নতুন পেজ ওপেন করি ।
3️⃣ উপরে বামে Untitled document এর জায়গায় লিখি Task By Amir Hossain Rhidoy (নিজের নাম) এখানে বুঝানোর স্বার্থে আমার নাম ব্যবহার করেছি।
4️⃣ টাস্কের প্রথম পার্টে ছিলো ক্লাস রিভিউ বা ফিটব্যক। সর্বশেষ ক্লাস সম্পর্কিত আপনার মতামত, অভিযোগ, ভালো লাগা ও অন্য যেকোনো কিছুই লিখতে হবে মাত্র ৫ লাইনে।
5️⃣ দ্বিতীয় অংশে ছিলো LinkedIn এ একাউন্ট খোলা বা Sign Up করা। একাউন্ট খোলার পর আপনার একাউন্ট এর URL দিবেন বা আপনার প্রোফাইল লিংক দিবেন।
6️⃣ তৃতীয় কাজ ছিলো, Google Search Hack এর যে ৪টা টার্ম শিখছি সেগুলোর একটি করে উদাহরণ লিখা।
7️⃣ এই ৩টি অংশ ডকে লেখা শেষ হলে, ডকটি আমাদের কাছে পাঠাতে হবে। এর জন্য উপরে ডান পাশে Share বাটনে ক্লিক করি।
8️⃣ এখন নতুন উইন্ডো আসলে People এর বক্সে [email protected] লিখি।
9️⃣ নিচের Add a node এ লিখবেন This is my Task বা অন্য কিছু। এরপর send করে দিলেই আপনার মুক্তি 😆
লিখেছেনঃ 🚀 Amir Hossain Hridoy
Created & Maintained by Team Xpert Stack