কম্পিউটার সিকিউরিটি বলতে বোঝায় কম্পিউটার সিস্টেম, নেটওয়ার্ক এবং তথ্যকে বাইরের যে কোন ক্ষতি অথবা চুরি থেকে আটকানো। এটা কম্পিউটার সিস্টেমে অনুমোদনবিহীন প্রবেশ সনাক্ত করে এবং বাধা প্রদান করে। ইলেকট্রনিক ডিভাইসে নিরাপত্তা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারন আমাদের ব্যাক্তিগত, ব্যাংকিং থেকে শুরু করে সব ধরনের কাজই বর্তমানে আমাদের করতে হয় ফোন অথবা কম্পিউটারে।
কম্পিউটার সিকিউরিটির ধরনঃ
- Information Security
- Application Security
- Network Security
- Cybersecurity